চীন ও নিউজিল্যান্ডের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সারমর্ম হচ্ছে পারস্পরিক কল্যাণ বৃদ্ধি ও উভয়ের জয়
2024-08-30 22:03:19


অগাস্ট ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে বলেন, চীন ও নিউজিল্যান্ডের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সারমর্ম হচ্ছে পারস্পরিক কল্যাণ ও উভয়ের জয়।


নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের প্রতিবেদন সম্পর্কে তিনি জানান, প্রতিবেদনে ‘সুযোগ, বিশ্বাস ও সহযোগিতা’- এ তিনটি শব্দ ব্যবহার করে নিউজিল্যান্ডের  ব্যবসায়িক গোষ্ঠীর চীন সম্পর্কিত মতামত দিয়েছে। এতে চীনের উন্নয়নের সুযোগ, চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রতি তাদের বিশ্বাস এবং দু’দেশের সহযোগিতার প্রতি প্রত্যাশা দেখা যায়। পাশাপাশি, চীনের উন্নয়ন নিউজিল্যান্ডের জন্য চ্যালেঞ্জ নয়, বরং সুযোগ হিসেবেও প্রতিফলিত হয়। এতে আরও প্রতিফলিত হয় যে, দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক কল্যাণ বৃদ্ধি ও উভয়ের জয়। 


তিনি জানান, নিউজিল্যান্ডের সঙ্গে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা, প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের জুন মাসের নিউজিল্যান্ড সফরে অর্জিত সুফলগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা, উভয়ের জয়ের সহযোগিতা জোরদার করা এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক আরও উন্নত করতে চায় চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)