ফিলিপিন্সকে মার্কিন স্বার্থে নিজের নিরাপত্তা বিসর্জন না দেওয়ার তাগিদ দেয় চীন
2024-08-30 22:00:14

অগাস্ট ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে বলেন, ফিলিপিন্সকে মার্কিন স্বার্থের জন্য নিজস্ব নিরাপত্তা স্বার্থ বিসর্জন না-দেওয়ার তাগিদ দেয় চীন। 


তিনি জানান, ফিলিপিন্সে যুক্তরাষ্ট্রের মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে চীন বহুবার স্পষ্ট বিরোধিতা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সের এহেন আচরণ ভূরাজনীতির সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা আরও গুরুতর করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। তা ইতোমধ্যে আঞ্চলিক দেশগুলোর উচ্চ মানের সতর্কতা ও উদ্বেগ ঘটিয়েছে। ফিলিপিন্সের উচিত যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য সম্পর্কে সচেতন থাকা, আঞ্চলিক দেশগুলোর অভিন্ন উদ্বেগের জবাব দেওয়া এবং মার্কিন স্বার্থে নিজের নিরাপত্তা বিসর্জন না করা। ফিলিপিন্সকে আগের প্রকাশ্য প্রতিশ্রুতি অনুসারে দ্রুত মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানায় চীন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)