ফিলিপিন্সকে দ্রুত ৯৭০১নং জাহাজটি প্রত্যাহার করতে হবে: চীনের কোস্ট গার্ড
2024-08-30 22:02:07


অগাস্ট ৩০: চীনের কোস্ট গার্ডের মুখপাত্র কান ইউ জানান, ফিলিপিন্সকে দ্রুত ৯৭০১নং কোস্ট গার্ড জাহাজটি প্রত্যাহার করতে হবে। তা নাহলে এর সব দায় ফিলিপিন্সকে বহন করতে হবে। 


তিনি জানান, ২৮ অগাস্ট ফিলিপিন্সের একটি হেলিকপ্টার চীনের সিয়ানপিন রিফের আশেপাশের সাগরে অবৈধভাবে অবস্থিত ফিলিপিন্সের ৯৭০১নং জাহাজটিকে আকাশ থেকে রসদ সরবরাহের অপচেষ্টা করে।  চীন নীতি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে।


তিনি জোর দিয়ে বলেন, ফিলিপিন্সের এ আচরণ গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও ‘দক্ষিণ চীন সাগরে বহুপক্ষের আচরণ সংক্রান্ত ঘোষণা’ লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। ফিলিপিন্সের উচিত দ্রুত দুঃসাহসিক কর্মকাণ্ড বন্ধ করা এবং দ্রুত জাহাজটি প্রত্যাহার করা। 


সিয়ানপিন রিফসহ নানসা দ্বীপপুঞ্জ ও আশেপাশের সাগরে চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। চীনের কোস্টগার্ড দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ রক্ষায় প্রস্তুত আছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)