চীন-আফ্রিকা সহযোগিতা শীর্ষ সম্মেলনের ফোরাম ‘গ্লোবাল সাউথের শক্তি’ সংগ্রহের একটি সুযোগ
2024-08-30 18:21:24

অগাস্ট ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়া চীন ও আফ্রিকান দেশগুলোর সাধারণ প্রস্তাব ও সাধনা। আসন্ন চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম "গ্লোবাল সাউথের শক্তি" সংগ্রহ করে যৌথভাবে বিশ্বের শান্তি ও উন্নয়ন প্রচারের একটি সুযোগ। 

চীন ও আফ্রিকা দৃঢ়ভাবে প্রকৃত বহুপাক্ষিকতার অনুশীলন করে, জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ব্যবস্থা এবং জাতিসংঘ সনদের ‘উদ্দেশ্য ও নীতির’ ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম বজায় রাখে, ঔপনিবেশিকতা এবং আধিপত্যবাদী চেতনার বিরোধিতা করে। পরস্পরের মূল স্বার্থকে দৃঢ়ভাবে সমর্থন করা উচিত এবং উন্নয়নশীল দেশগুলির ন্যায়সঙ্গত অবস্থান মেনে চলা উচিত বলে মন্তব্য করেন লিন চিয়ান।

তিনি জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠন করবে এবং উন্নয়নশীল দেশগুলিকে অর্থনৈতিক বিশ্বায়নের সুফল আরও ভালভাবে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)