চীন সংশ্লিষ্ট কিছু দেশকে হংকং ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয়
2024-08-30 18:37:10

অগাস্ট ৩০: কিছু দেশ ও সংস্থা চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিচার মামলার মাধ্যমে স্বেচ্ছায় হংকংয়ের মুখে কালি দেয় এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

বৃহস্পতিবার, ‘স্টান্ডনিউজ’ এবং সংশ্লিষ্ট ব্যক্তির ‘রাষ্ট্রদ্রোহী প্রকাশনা প্রকাশের অপরাধ’ হংকং আদালত বিচার-বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইইউ বলেছে যে, সংশ্লিষ্ট মূল্যায়ন হংকংয়ের গণমাধ্যমের স্বাধীনতার ক্ষতি করেছে।

এ সম্বন্ধে চীনা মুখপাত্র লিন চিয়ান বলেন, হংকংবাসীদের খবর প্রকাশের স্বাধীনতাসহ বিভিন্ন অধিকার ও স্বাধীনতাকে পুরোপুরি নিশ্চিত হয়েছে। তা অনস্বীকার্য। সেই সঙ্গে, হংকংয়ের সমাজে আইনের শাসনে আছে। মৌলিক নীতি হল, আইনগুলো অবশ্যই অনুসরণ করতে হবে এবং সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘন অবৈধ অপরাধের কোনো "ঢাল" হতে পারে না।

চীনের কেন্দ্রীয় সরকার দৃঢ়ভাবে হংকংয়ের বিচার বিভাগকে আইন অনুযায়ী দায়িত্ব পালনে সমর্থন করে, সংশ্লিষ্ট দেশ ও প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক আইনের নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম মেনে চলা, চীনের সার্বভৌমত্ব ও আইনের শাসনকে সম্মান করা, হংকং এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করার তাগিদ দেয় চীন।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)