চীন-ফিলিপাইন সামুদ্রিক ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ করতে জাপানকে আহ্বান চীনের
2024-06-21 17:14:18

জুন ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপান কোনো পক্ষ নয় এবং চীন-ফিলিপাইনের সামুদ্রিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকারও দেশটির নেই। জাপানে চীনা দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে এমনটা বলেছেন।

দক্ষিণ চীন সাগরে চীনের রেন আই চিয়াওর কাছে জলসীমায় অনুপ্রবেশকারী ফিলিপিনো জাহাজগুলোর প্রতি চীনের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অভিযোগ উত্থাপন করে। জাপানের অভিযোগের প্রেক্ষাপটে মুখপাত্র বলেন, জাপান আবারও দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভুল মন্তব্য করেছে, যা সঠিক ও ভুলের মাঝে বিভ্রান্তি তৈরি করে। চীনের বিরুদ্ধে জাপানের অভিযোগকে অযৌক্তিক বলে উল্লেখ করে  ওই মুখপাত্র বলেন চীন এতে দৃঢ় অসন্তোষ ও বিরোধিতা প্রকাশ করছে।

মুখপাত্র আরও বলেন, ফিলিপাইন তাদের যুদ্ধজাহাজকে শক্তিশালী করার জন্য বারবার সরবরাহ পাঠিয়ে চীনের রেন আই চিয়াও দখল করার চেষ্টা করছে এবং এর বিপরীতে চায়না কোস্ট গার্ডের নেওয়া ব্যবস্থাটি ছিল আইনানুগ, পেশাদার ও সংযত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, চীন আইন অনুযায়ী ফিলিপাইনের এমন উস্কানিমূলক পদক্ষেপের জবাব দেবে এবং দৃঢ়ভাবে সার্বভৌম অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

ফয়সল/শান্তা