চীনের বিরুদ্ধে ‘ওভার ক্যাপাসিটি’র মার্কিন অভিযোগ ভিত্তিহীন: জরিপ
2024-04-27 16:53:05

এপ্রিল ২৭: চীনের বিরুদ্ধে তথাকথিত ‘ওভার ক্যাপাসিটি’র মার্কিন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র এক জরিপে অংশগ্রহণকারী ৯১.৪৯ শতাংশ নেটিজেন এমন মত প্রকাশ করেন।

তাঁরা বলেন, চীনের ‘ওভার ক্যাপাসিটি’ নয়, বরং বাণিজ্যে মার্কিন সংরক্ষণবাদই হচ্ছে আসল সমস্যা। যুক্তরাষ্ট্র মনে করে, সবকিছুকেই তার নিজস্ব স্বার্থের অনুকূল হতে হবে।

বস্তুত, যুক্তরাষ্ট্রে তৈরি চিপ বৈশ্বিক বাজারের ৪৮ শতাংশ, অস্ত্র বৈশ্বিক বাজারের ৪২ শতাংশ, এবং কৃষিপণ্য বৈশ্বিক বাজারের ১০ শতাংশ দখল করে আছে। তা ছাড়া, সুপরিসর বিমান, প্রাকৃতিক গ্যাস, ও ওষুধপত্রসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক বাজারের বড় একটা স্থান দখল করে আছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে জরিপে অংশগ্রহণকারীদের ৯১৪.৪ শতাংশ মনে করেন, তথাকথিত ‘ওভার ক্যাপাসিটি’র অভিযোগ খণ্ডন করারও দরকার নেই; এটি একটি হাস্যকর অভিযোগ।

প্রতিযোগিতামূলক সুবিধা থাকলে অবাধ বাণিজ্যের ওপর জোর দেওয়া এবং না-থাকলে অন্য দেশের ওপর ‘ওভার ক্যাপাসিটি’র অভিযোগ তোলা যুক্তরাষ্ট্রের পুরাতন কৌশল। এহেন দ্বৈতনীতি আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করতে পারে না। জরিপে অংশগ্রহণকারীদের ৯৪.৬৬ শতাংশ এহেন মার্কিন দ্বৈতনীতির তীব্র সমালোচনাও করেছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)