ফিলিস্তিনের সদস্যপদ অর্জনে মার্কিন ভেটো হতাশাজনক: চীন
2024-04-19 17:19:11

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে জাতিসংঘের একটি ব্যাপক সমর্থন পাওয়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে হতাশাজনক বলে অভিহিত করেছে চীন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ‘আজ একটি দুঃখের দিন।’ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে ১২ সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ভোট দেওয়া থেকে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ভোট দেয় প্রস্তাবের বিপক্ষে।

ফু বলেন, যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে, জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের কয়েক দশকের স্বপ্ন নির্মমভাবে ভেস্তে গেছে।

ফিলিস্তিনের নিজেদের শাসন করার সক্ষমতা নেই, এমন ধারণার নিন্দা করেন ফু ছোং। তিনি বলেন, গত ১৩ বছরে, ফিলিস্তিনের পরিস্থিতি বদলেছে। মধ্যপ্রাচ্যের দেশটির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন ফু।

পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতে এবার ছিল ফিলিস্তিনিদের দ্বিতীয় প্রচেষ্টা। ২০১১ সালে মাহমুদ আব্বাস প্রথম আবেদন করেছিলেন। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ব্যর্থ হয়েছিলেন তিনি।

মার্কিন ভেটোর সমালোচনা করে আব্বাস এক বিবৃতিতে বলেছেন এটি অন্যায়, অনৈতিক, অন্যায্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছাকে অস্বীকার করে।

ফয়সল/শান্তা