মহাকাশ সহযোগিতা ফোরামের আয়োজন করবে চীন
2024-04-19 17:17:21

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন-লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান মহাকাশ সহযোগিতা ফোরামের আয়োজন করবে চীন। আগামী সপ্তাহে হুবেই প্রদেশের উহানে এ ফোরামের উদ্বোধন হবে। বুধবার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ)-এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন সংস্থার কর্মকর্তা লিউ বো।

সিএনএসএ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুবেই প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে দুই দিনের ফোরামটি আগামী ২৪ এপ্রিল চীনের মহাকাশ দিবসে শুরু হবে।

আর্থ-সামাজিক উন্নয়নে মহাকাশ সহযোগিতার প্রভাব নিয়ে আলোচনা হবে ফোরামে। গভীর-মহাকাশ অনুসন্ধান, মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ শিল্পে উদ্ভাবনচালিত উন্নয়নকে ঘিরে অনুষ্ঠিত হবে চারটি সিম্পোজিয়াম। ৮টি আন্তর্জাতিক সংস্থাসহ ২৬টি লাতিন আমেরিকান ও ক্যারিবিয়ান দেশের প্রায় ১০০ প্রতিনিধি এই মহাকাশ সহযোগিতা ফোরামে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ফয়সল/রহমান