‘বিজনেস টাইম’ পর্ব- ০৯
2024-04-19 19:45:56

চীন ও চীনের বাইরের দুনিয়ার ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি-উন্নয়নের হালচাল নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিজনেস টাইম’।

এই পর্বে থাকছে:

১.চীন হবে এই শতকের বিশ্ব অর্থনীতির কেন্দ্র- চীন সফরের অভিজ্ঞতা জানিয়ে ড. মাহফুজ কবীর

২. ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ঢাকায় চায়না ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

৩. স্থিতিশীলতা বজায় রেখে বাড়ছে চীনের অর্থনীতি

 

ইন্টারভিউ:

সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা পরিচালক ও অর্থনীতি বিশ্লেষক ড. মাহফুজ কবীর। চীন থেকে ফিরে এসে দেশটির উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন,’ খুব দ্রুতই ‌‍‌‌চীন বিশ্ব অর্থনীতির শীর্ষে অবস্থান নিবে। দেশটি হবে এই শতকের বিশ্ব অর্থনীতির কেন্দ্র।‘

 

s

কর্পোরেট প্রোফাইল:

ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে ঢাকায় চায়না ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন

চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও স্মার্ট করতে বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চাইনিজ ভিসা সেন্টার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহাপরিচালক তৌফিক হাসান। একসঙ্গে ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, স্বল্প সময়ে বেশি ভিসা প্রদান করতে সক্ষম হবে সিভিসি তথা চায়না ভিসা সেন্টার। আবেদনকারীর গোপনীয়তা রক্ষার পাশাপাশি সেবা প্রদানে দক্ষ ও পেশাদার একটি দল এখানে কাজ করবে। 

 ’বাংলাদেশ ও চীনের মধ্যে সব পর্যায়ের সম্পর্ক দিন দিন বাড়ছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কও বাড়ছে। বাড়ছে চীন ভ্রমণে বাংলাদেশি জনগণের আগ্রহ। আর এসব বিবেচনায় নিয়ে চীনা ভিসা আরও সহজ করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তৌফিক হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে প্রথম চীন সফর করেন। দেশটি পরিদর্শন করে মুগ্ধ হন তিনি।  ‘আমার দেখা নয়া চীন’ বইয়ে সেই অভিজ্ঞতাই লিখেছিলেন তিনি। আমাদের দেশের জনগণেরও চীন সম্পর্কে আগ্রহ রয়েছে।  ভিসা সহজ হলে দুই দেশের জনগণের সম্পর্ক আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন ও ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে visaforchina.cn ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। পরে ভিসা সেন্টার অফিসে গিয়ে ওই আবেদনের কপি জমা দিতে হবে। চীনা ভিসা সেন্টারের ঠিকানা হলো-প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা।

বাণিজ্য, শিক্ষা বা বেড়ানো যেকোন কারণেই হোক বাংলাদেশিদের চীনে ভ্রমণের আগ্রহ বাড়ছে এই ভিসা সেন্টার এদেশের মানুষের জন্য সুখবরই বয়ে এনেছে। এমনটাই মনে করছেন বাংলাদেশি জনগণ।

।। প্রতিবেদন: শাহানশাহ রাসেল

।। সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

 

বিশ্লেষণ পর্ব:

স্থিতিশীলতা বজায় রেখে বাড়ছে চীনের অর্থনীতি

গত মার্চেও চীনে ভোগ্যপণ্যের চাহিদার সূচক ছিল খানিকটা কম। তবে  বিশ্লেষকেরা মনে করেন,  নীতিগত নানা পদক্ষেপ নিলেই কার্যকর বিনিয়োগ ব্যবস্থার প্রসার ঘটবে এবং সামনের মাসগুলোতে চীনের অর্থনীতি আরও উন্নত হবে। সেই সঙ্গে চীনের ভোক্তাকেন্দ্রিক বাজারকে বলিষ্ঠ আকারে ফিরিয়ে আনা সম্ভব হবে।

চীনের শীর্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক কর্মকর্তা বলেন, চীনের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি যে ইতিবাচক ধারা রয়েছে সেটার পরিবর্তন হয়নি এবং হবেও না। তার এ বক্তব্যের কিছুদিন আগেই ফিচ রেটিং চীনের দীর্ঘমেয়াদি বৈদেশিক মুদ্রা ইস্যুর রেটিংকে নেতিবাচক  ঘোষণা করে।

চাইনিজ একাডেমি অফ ম্যাক্রোইকোনমিক রিসার্চ-এর অর্থনৈতিক গবেষণা ইন্সস্টিটিউটের সহযোগী গবেষক লু চিয়াংইয়ুয়ান উল্লেখ করেন, ফিচ রেটিং চীনের ডিফল্ট রেটিংকে নেতিবাচক বললেও চীনের ইসুয়ার ডিফল্ট রেটিং এখনও ‘এ প্লাস’ শ্রেণিতে আছে। যার মানে হলো  চীনে বিনিয়োগ পুরোপুরি ঝুঁকিমুক্ত।

লু বলেন, এই রেটিংয়ে মূলত চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনার প্রতি বিদেশি সংস্থাগুলোর আস্থার প্রতিফলন ঘটেছে। সেই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র ও বিদেশি বিনিয়োগের শক্তিমত্তার বিষয়টিও উঠে এসেছে এতে।

ফিচ রেটিং সম্প্রতি চীনের সরকারি খাতের লেভারেজ অনুপাত বৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে নেগেটিভ রেটিং দিলেও, চীনের সকারের এ ঋণ ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। লু’র মতে, ফিচ রেটিং সরকারের এ ঋণ ঝুঁকি কিছুটা বাড়িয়ে বলেছে।

এনডিআরসির কর্মকর্তা বলেন, এ বছরের প্রথম দুই মাসে স্থায়ী সম্পদ বিনিয়োগ গত বছরের একই সময়ের তুলনায় ৪.২ শতাংশ বেড়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, রিয়েল এস্টেট বাদ দিলে, চীনে স্থায়ী সম্পত্তিতে  বিনিয়োগ বেড়েছে ৮.৯ শতাংশ।

এ ছাড়া চীনের অর্থনীতিতে স্থিতিশীল অবস্থা দেখা যাচ্ছে কারণ একই সাথে দেশটির রপ্তানি, শিল্প উৎপাদন এবং বিনিয়োগ সূচকও উন্নত হচ্ছে।

প্রত্যাশার চেয়ে চীনের অর্থনৈতিক পারফরম্যান্স ভালো হওয়ায় মরগান স্ট্যানলি এবং গোল্ডম্যান স্যাকস কিন্তু এই বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

মরগান স্ট্যানলি ২০২৪ সালের জন্য চীনের জিডিপির লক্ষ্যমাত্রা ৪.২ শতাংশ থেকে ৪.৮ শতাংশে উন্নীত করেছে। গোল্ডম্যান স্যাকসও চীনের প্রবৃদ্ধির প্রত্যাশার সূচক ৪.৮  শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করেছে। এ ছাড়া চীনের ত্রৈমাসিক জিডিপি  ৪.৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হবে বলেও মনে করছে সংস্থা দুটো।

সম্প্রতি চীনের পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে বলা হয়, এ বছরের প্রথম ত্রৈমাসিকে চীনের জিডিপি দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৩০ বিলিয়ন ইউয়ানে। যা তার আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ বেশি। অর্থাৎ এ বছরের প্রথম তিন মাসে চীন তার প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধির ইঙ্গিত দিতে সক্ষম হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিশ্ব অর্থনৈতিক আউটলুকের প্রতিবেদনে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৮ শতাংশ রাখা হলেও সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ার গৌরিনচাস বলেছেন, চীনের প্রত্যাশার চেয়ে বেশি জিডিপি অর্জনের কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসটি সংশোধন করতে হতে পারে।

চায়না এভারব্রাইট ব্যাংকের গবেষক চৌ মাওহুয়া বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আরও শক্তিশালী করতে দরকার বেশি বেশি নীতিগত সমর্থন। আর এর জন্য চীনের সরবরাহ কাঠামোকে কার্যকর রাখতে হবে। চীনাদের পণ্যের ক্রয় করার যে আগ্রহ এবং তাদের যেসব চাহিদা রয়েছে; এই দুটো সূচকের মধ্যে সমন্বয় করে তবেই নীতিমালা ঠিক করতে হবে নীতিনির্ধারকদের।

।। প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ

।। সম্পাদনা:  শাহানশাহ রাসেল

 

 

প্রযোজনা, উপস্থাপনা ও  অডিও সম্পাদনা - শাহানশাহ রাসেল

 

স্ক্রিপট সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ

 

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী