কৃষকদের গুরুত্ব দেওয়ায় কৃষি সমৃদ্ধ হয়েছে: বাংলাদেশের প্রধানমন্ত্রী
2024-04-19 17:22:11

এপ্রিল ১৯, সিএমজি বাংলা ডেস্ক: খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কৃষকদের জন্য নতুন উদ্যোগ গ্রহণ, গবেষণা এবং সর্বোপরি কৃষকদের প্রতি গুরুত্ব দেওয়ায় দেশের কৃষি সমৃদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুক্রবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময়, বাংলাদেশ সরকার কৃষিতে বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন বাড়িয়ে বিদেশি নির্ভরতা কমিয়ে এনেছে তার সরকার।

 

১৯ এপ্রিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। কৃষকের অধিকার রক্ষায় ১৯৭২ সালের ১৯ এপ্রিল স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

ফয়সল/শান্তা