মার্কিন ‘মানবাধিকার প্রতিবেদন’ উত্তর কোরিয়ার বিরুদ্ধে মিথ্যাচার
2024-04-27 17:11:11


এপ্রিল ২৭: ২০২৩ সালের তথাকথিত ‘মানবাধিকার প্রতিবেদন’-এ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে স্পষ্ট মিথ্যাচার করেছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আজ (শনিবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র এ কথা বলেন।

মুখপাত্র বলেন, উত্তর কোরিয়াসম্পর্কিত প্রতিবেদনটি  ভণ্ডামি, মিথ্যাচার, কুসংস্কার ও বৈরিতায় পরিপূর্ণ। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় পিয়ংইয়ং।

মুখপাত্র আরও বলেন, সত্যিকারের মানবাধিকার রক্ষার সাথে মার্কিন প্রতিবেদনের কোনো সম্পর্ক নেই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং সংশ্লিষ্ট দেশের সামাজিক ব্যবস্থাকে নষ্ট করতে চায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)