প্রথম প্রান্তিকে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে
2024-04-27 16:59:09

এপ্রিল ২৭: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনে বড় তথা নির্ধারিত আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৪.৩ শতাংশ বেশি ছিল। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শনিবার) এ তথ্য প্রকাশ করে।

ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানগুলোর পরিচালন আয় বেড়েছে ২.৩ শতাংশ এবং প্রবৃদ্ধি বেড়েছে আগের বছরের তুলনায় ১.২ শতাংশ পয়েন্ট।

ব্যুরো আরও জানায়, প্রথম তিন প্রান্তিকে সার্বিকভাবে প্রায় ৭০ শতাংশ শিল্পের মুনাফা বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম তিন মাসে ৪১টি বড় শিল্প খাতের মধ্যে ২৪টি শিল্প খাতের মুনাফা বেড়েছে ৬৮.৩ শতাংশ, যা ২০২৩ সালের গোটা বছরের চেয়ে ২.৪টি শতাংশ পয়েন্ট বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)