মে’র শুরুতে ছ্যাং’ই-৬ চন্দ্রযান পাঠাবে চীন
2024-04-27 18:42:48

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: মে মাসের শুরুর দিকে ছ্যাং’ই-৬ চন্দ্রযান উৎক্ষেপণ করবে চীন। শনিবার চায়না মিডিয়া গ্রুপকে এ তথ্য জানিয়েছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন।

শনিবার দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান লঞ্চ সাইটের উৎক্ষেপণ এলাকায় ছ্যাং’ই-৬ চন্দ্রযান ও একটি লং মার্চ-৫ ওয়াই-৮ ক্যারিয়ার রকেট স্থানান্তর করা হয়েছে।

 

ফয়সল/রহমান

 

ছবি: সিজিটিএন