চীনে ভারতীয় বৌদ্ধ প্রতিনিধিদলের একাধিক প্যাগোডা পরিদর্শন
2024-04-27 19:36:57

এপ্রিল ২৭: আজ (শনিবার) চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সিশুয়াংপাননা স্থায়ী কমিটির সদস্য, সিপিপিসিসি’র চিংহুং শহরের ভাইস-চেয়ারম্যান, চীনের বৌদ্ধ সমিতির ডেপুটি সেক্রেটারি-জেনারেল, ইয়ুননান প্রাদেশিক বৌদ্ধ সমিতির সহ-সভাপতি, সিশুয়াংপাননা প্রিফেকচার বৌদ্ধ সমিতির সহ-সভাপতি, চিংহুং শহরের বৌদ্ধ সমিতির প্রধান এবং চিংহুং গোল্ডেন প্যাগোডা মন্দিরের হোস্ট পাকুপাহানথিং সফররত ভারতীয় বৌদ্ধ প্রতিনিধিদলের সামনে শ্বেদাগন প্যাগোডার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরেন। প্যাগোডা পরিদর্শনের পর, মঠ বৌদ্ধ ধর্মের বিস্তারিত ইতিহাসও তুলে ধরেন তিনি। এ ইতিহাস প্রতিনিধিদলের সদস্যদের অনুরণিত করে।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা আন্তরিকভাবে পাকুপাহানথিংকে ভারত সফরের আমন্ত্রণ জানান। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ সমিতির মধ্যে বিনিময় দু’দেশের বৌদ্ধ ধর্মীয় মহলের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে পারস্পরিক আদান-প্রদান ও জানাশোনা আরও জোরদার হবে এবং যৌথভাবে বৌদ্ধ ধর্মের প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে আশা প্রকাশ করে দু’পক্ষ।

এ সময় পাকুপাহানথিং বলেন, বুদ্ধের শিষ্য হিসাবে তাঁদের সকলের একই ইচ্ছা ও মিশন আছে, যা হল বিশ্বের শান্তি ও গোটা বিশ্বের জনগণের সুখী জীবনের কামনা। চীনের বৌদ্ধ সমিতির নির্দেশনায়, ভারতের বৌদ্ধ ধর্মীয় মহলের সঙ্গে  বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

‘কানলানবা’ শীর্ষক তাই সংখ্যালঘুজাতি পার্কের ‘মানছুনমান বৌদ্ধ মন্দির’ এবং ‘মানথিং’ বৌদ্ধ প্যাগোডা মন্দিরে স্থানীয় বৌদ্ধ সমিতি কীভাবে পর্যটন বিকাশের সঙ্গে সঙ্গে বৌদ্ধ সংস্কৃতিকে রক্ষা ও উন্নয়ন করেছে—তাও গভীরভাবে উপলব্ধি করে ভারতীয় প্রতিনিধিদলটি।

তা ছাড়া, পরিদর্শনের অবসরে তাই সংখ্যালঘুজাতি পার্কে ওয়াটার স্প্যাশিং ফেস্টিভ্যালও উপভোগ করেন প্রতিনিধিদলের সদস্যরা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)