উদ্বেগের কারণেই ওভার ক্যাপাসিটির মিথ্যা বর্ণনা দিচ্ছে যুক্তরাষ্ট্র: চীন
2024-04-27 18:57:06

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথাকথিত ওভার ক্যাপাসিটির দাবিটি বাজার বিশ্লেষণ করে আসেনি, এটি মনগড়া মিথ্যা এবং মার্কিন সুরক্ষাবাদ জনিত উদ্বেগের ফল। এ অভিযোগ চীনের উন্নয়নকে দমন করার আরেকটি উদাহরণ। শুক্রবার চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন এ কথা।

মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও ওশেনিয়ান বিষয়ক বিভাগের মহাপরিচালক ইয়াং থাও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফরের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করার সময় এ মন্তব্য করেন। তিনি বলেন, এখানে অতিরিক্ত যা আছে, সেটা চীনের উৎপাদন নয়, যা আছে তা হলো মার্কিন উদ্বেগ।

 

ফয়সল/ঐশী

 

তথ্য ও ছবি: সিজিটিএন