ছেংতুর আন্তর্জাতিক হর্টিকালচার প্রদর্শনী উদ্বোধনীতে চীনের ভাইস-প্রেসিডেন্ট
2024-04-27 18:55:30

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক : আন্তর্জাতিক হর্টিকালচার প্রদর্শনী ২০২৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট হান চাং।

এসময়  তিনি বলেন, চীন একটি উন্নত আবাসভূমি এবং মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যতের একটি সম্প্রদায় গড়ে তুলতে অন্যান্য সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

চীন সরকার সবুজ উন্নয়নে প্রসারে নিরলসভাবে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশটি বিশ্বব্যাপী বর্ধিত বনায়ন এলাকায় প্রায় এক চতুর্থাংশ অবদান রেখেছে এবং মানবজাতির টেকসই উন্নয়নে ইতিবাচক অবদান রেখে চলেছে।

বিশ্ব আজও জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য সুরক্ষার মতো বৈশ্বিক পরিবেশগত সমস্যাগুলোর মুখোমুখি উল্লেখ করে হান বলেন,  জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে।  মানুষ এবং প্রকৃতির মধ্যে সম্প্রীতির আধুনিকীকরণের জন্য সব পক্ষের যৌথ প্রচেষ্টার আহ্বান জানান চীনা ভাইস-প্রেসিডেন্ট। 

হান আরও বলেন, বিশ্বব্যাপী  প্রতিবেশগত পরিবেশকে মানুষের বেঁচে থাকার ও উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত এবং প্রকৃতিকে সম্মান করা, প্রকৃতির পথ অনুসরণ করা এবং প্রকৃতিকে রক্ষা করা উচিত।

বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন তার উন্নয়ন ও সক্ষমতার পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে, পরিবেশগত অগ্রগতির বিষয়ে অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা জোরদার করবে , জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করবে বলে জানান তিনি।

"পার্ক সিটি, সুন্দর বাসস্থান" থিমের এই উদ্বোধনী অনুষ্ঠানে ৫৪টি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে, হান এক্সপো সাইট পরিদর্শন করেন এবং চীন ও বিদেশের গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে দেখা করেন।

ঐশী/রহমান

তথ্য ও ছবি : সিসিটিভি