উৎপাদন খরচ কমিয়েছে চীনের নবায়নযোগ্য প্রযুক্তি
2024-04-27 18:40:46

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সৌর প্যানেল এবং বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বৃদ্ধির কারণে শুধু খরচই কমেনি বরং পরিবেশবান্ধব প্রযুক্তিকে বিশ্বব্যাপী আরও সহজলভ্য করে তুলেছে। সম্প্রতি এমনটা জানিয়েছেন শিল্পকারখানায় সংশ্লিষ্টরা।

চীনের উৎপাদন সক্ষমতার এ ধরনের বিকাশের হাত ধরে অন্যান্য দেশ ও অঞ্চলগুলোর উৎপাদন খরচও কমছে। এমনটা মনে করছেন গ্লোবাল কনসালটেন্সি রিসটাড এনার্জির জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্লেষক মা ইনছিয়ং।

তিনি বলেন, বিশ্বব্যাপী সবুজ শক্তির উন্নয়নে চীন বিশ্ববাজারকে অনেক পথের সন্ধান দিয়েছে এবং সবাইকে সবুজ শক্তি ব্যবহারেরও সমান সুযোগ দিচ্ছে।

মা ইনছিয়ং আরও বলেন, অনুন্নত অঞ্চলগুলোর জন্য উৎপাদন খরচই বড় বাধা। এক্ষেত্রে চীনের কাঁচামাল খরচ কমাতে এবং দ্রুত পরিবেশবান্ধব উৎপাদন সক্ষমতা তৈরিতে সাহায্য করতে পারে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন সম্প্রতি পরিবেশবান্ধব প্রযুক্তিতে চীনের কথিত ‘ওভারক্যাপাসিটি’ নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

ব্রাজিলের ট্রাইকন্টিনেন্টাল ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের গবেষক মার্কো ফার্নান্দেস বলেছেন, চীনের নীতি ও নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বিশ্বকে আরও টেকসই ভবিষ্যতের দিকে পরিচালিত করেছে।

ফার্নান্দেসের মতে, গত কয়েক বছরে, বৈদ্যুতিক যানবাহন, সৌর প্যানেল, নবায়নযোগ্য শক্তি এবং বায়ু টারবাইনে উদ্ভাবনে চীন প্রভূত উন্নতি করেছে।

আন্তর্জাতিক জ্বালানি এজেন্সি আইইএ বিশ্বাস করে, গত বছর বিশ্বে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দ্রুত সম্প্রসারণের পেছনে চীন ছিল প্রধান চালিকাশক্তি। চীনের এ জ্বালানির পরিমাণ ৫০ শতাংশ বেড়ে এখন ৫১০ গিগাওয়াট হয়েছে।

আইইএ পূর্বাভাস দিয়েছে, ২০২৮ সাল নাগাদ চীনের প্রায় অর্ধেক বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য উৎস থেকে।

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি