ইউক্রেনে নতুন দফায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ
2024-04-27 17:23:17

এপ্রিল ২৭: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) রাত থেকে আজ (শনিবার) ভোররাত পর্যন্ত, ইউক্রেনে নতুন দফায় ক্ষেপণাস্ত্র আক্রমণ চালায় রাশিয়া। ভিনিশিয়া অঞ্চল ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

ইউক্রেনের বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘ড্যাগার’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী, যার লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেন। পাশাপাশি, টু-৯৫ কৌশলগত বোমারু বিমানের একটি গ্রুপ ওলেনিয়া বিমানঘাঁটি থেকে ইউক্রেনের দিকে উড়ে যায়। বোমারু বিমানগুলোর গতিবিধির ওপর  ইউক্রেনের বিমানবাহিনী নজর রাখছিল।

এদিকে, ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা জানায়, টু-৯৫ বোমারু বিমানগুলো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে। ইউক্রেনের বৈদ্যুতিক স্থাপনাগুলো এদের প্রধান লক্ষ্য হতে পারে।

(অনুপমা/আলিম/ছাই)