মঙ্গলের মাটি পৃথিবীতে আনার পরিকল্পনা চীনের
2024-04-27 18:51:01

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: পৃথিবীতে মঙ্গলগ্রহের মাটি আনার ক্ষেত্রে প্রথম দেশ হতে পারে চীন। চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষাবিদ এবং চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের নেতৃস্থানীয় মহাকাশ বিজ্ঞানী উ ওয়েরেন এই সপ্তাহের শুরুতে হুবেই প্রদেশের উহানে এ কথা বলেছেন।

উ বলেন, ২০৩০ সালে থিয়ানওয়েন-৩ নামের একটি ঐতিহাসিক মিশনের মাধ্যমে মঙ্গলগ্রহের নমুনা পৃথিবীতে আনা সম্ভব হতে পারে।

উ জানান, বিশ্বের প্রথম মঙ্গলগ্রহের নমুনা পরীক্ষাগার স্থাপনও করতে শুরু করেছে চীন।

চীনের জাতীয় মহাকাশ এজেন্সি সিএনএসএ-এর মিশন পরিকল্পনাকারীদের মতে, থিয়ানওয়েন-৩ রোবোটিক মহাকাশযানের চারটি অংশ থাকবে—একটি ল্যান্ডার, একটি অ্যাসেন্ডার, অরবিটার এবং একটি রিএন্ট্রি মডিউল। হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুটি লং মার্চ-৫ রকেটে করে এটি যাত্রা শুরু করবে।

ল্যান্ডার এবং অ্যাসেন্ডার মঙ্গল গ্রহে যাওয়ার পথ খুঁজে বের করবে এবং মঙ্গলের কক্ষপথে প্রবেশের আগে প্রয়োজনীয় কক্ষপথ সংশোধন চালাবে। পরে একটি সফট ল্যান্ডিং সম্পন্ন করবে এই অংশটি।

কক্ষপথের স্ট্যাক-অরবিটার ও রিএন্ট্রি মডিউলটি সিগন্যাল রিলে করতে মঙ্গল গ্রহের চারপাশে উড়বে এবং নমুনার জন্য অপেক্ষা করবে। নমুনা সংগ্রহের পর তা ভ্যাকুয়াম পাত্রে নেওয়া হবে এবং অ্যাসেন্ডারের মাধ্যমে তা কক্ষপথে থাকা রিএন্ট্রি মডিউলে যুক্ত হবে।

তবে এ মিশনে কিছু চ্যালেঞ্জের কথাও বলেন আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশনের মহাকাশ পরিবহন কমিটির ভাইস-চেয়ার ইয়াং ইউকুয়াং। তার মতে, মঙ্গলের জটিল বায়ুমণ্ডলের কারণে নমুনা সংগ্রহের পর সেটাকে কক্ষপথে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ। আবার বড় একটি নভোযানকে মঙ্গলের মাটিতে ঠিকঠাকভাবে ল্যান্ড করাও বেশ জটিল কাজ।

২০২০ সালের জুলাইতে চীন প্রথম মঙ্গল অভিযানে থিয়ানওয়েন-১ পাঠায়। ২০২১ সালের মে’তে নভোযানটি মঙ্গলপৃষ্ঠে নামে ও এর ভেতর থেকে রোভার ‘ঝুরং’ বের হয়।

একটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করার রোবোটিক মিশন থিয়ানওয়েন-২। এটি ২০২৫ সালে উৎক্ষেপণ করা হবে এবং সব ঠিক থাকলে ২০২৭ সালে এটি নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে।

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: চায়না ডেইলি