‘কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে চীনকে সমর্থন দিয়ে যাবে নেপাল’
2024-04-27 16:48:28

এপ্রিল ২৭: নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড বলেছেন, তাঁর দেশ কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে চীনকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। পাশাপাশি, তাঁর দেশ চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাও জোরদার করবে। তিনি গতকাল (শুক্রবার) কাঠমান্ডুতে, চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগের পরিচালক লুও চাওহুইয়ের সঙ্গে সাক্ষাতে, এ কথা বলেন।

প্রচণ্ড বলেন, দু’দেশের সম্পর্ক এখন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, এবং মহামারী প্রতিরোধে সমর্থন ও সহায়তা দেওয়ায় তিনি চীনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নেপাল চীনের সাথে পর্যটন, চিকিত্সা, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় যৌথ সমৃদ্ধির জন্য কাজ করে যাবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)