প্রথম প্রান্তিকে চীনের শিল্পখাতের মুনাফা বেড়েছে
2024-04-27 18:48:56

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালের প্রথম তিন মাসে চীনের শিল্প মুনাফা বেড়েছে ৪.৩ শতাংশ। শনিবার সরকারি তথ্যে এমনটা জানানো হয়।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) ঘোষণা করেছে, এ সময় কোম্পানিগুলোর উন্নত উৎপাদন এবং বিক্রি বেড়ে যাওয়ার ফলে মনোনীত সীমারেখার উপরে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশি (প্রায় ২১২ বিলিয়ন ডলার)।

মনোনীত আকারের উপরে থাকা শিল্প উদ্যোগগুলো সেইসব প্রতিষ্ঠান, যাদের মূল ব্যবসা থেকে বার্ষিক আয় ২ কোটি ইউয়ান বা তার বেশি।

এদিকে, এই শিল্প সংস্থাগুলোর ব্যবসায়িক আয়ও তিন মাসে ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। যা ২০২৩ সালের চেয়ে ১.২ শতাংশ পয়েন্ট বেশি।

জানুয়ারি-মার্চ সময়ের মধ্যে চীনের বাণিজ্যিক খাতে সবচেয়ে ভালো ফল এনে দিয়েছে উৎপাদন শিল্প। এ খাতের মুনাফা প্রায় ৮ শতাংশ বেড়ে ১ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

হাই-টেক ম্যানুফ্যাকচারিং এবং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং খাতের মুনাফা আগের বছরের প্রবৃদ্ধির হার থেকে যথাক্রমে ২৯ ও ১৮ শতাংশ বেড়েছে। একই সময়ের মধ্যে, ভোগ্যপণ্য উৎপাদন শিল্পে মুনাফা বেড়েছে প্রায় ১১  শতাংশ।

 

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি