‘অকাস চুক্তির’ সম্প্রসারণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় মারাত্মক প্রভাব ফেলেছে
2024-04-26 18:43:39

এপ্রিল ২৬: সম্প্রতি জাপান আনুষ্ঠানিকভাবে ‘অকাস (AUKUS)’ জোটে যোগ দেওয়ার ঘোষণা করেছে। এ চুক্তির সম্প্রসারণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব ফেলেছে।

সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী বলেছেন যে, আর্কটিক অঞ্চলে চীন, রাশিয়া ও অন্যান্য দেশের তত্পরতার জবাবে সাবমেরিন মোতায়েন বৃদ্ধি এবং অকাসে যোগদানের জন্য আলোচনা শুরু করার কথা ভাবছে। এ প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ ছিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন যে কোনও দেশের সাথে স্বাভাবিক সামরিক সহযোগিতার বিকাশের জন্য উন্মুক্ত, তবে, চীন প্রাসঙ্গিক দেশগুলির একচেটিয়া "ছোট জোট" গঠন এবং চীনকে লক্ষ্য করে যে কোনও দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সামরিক জোট গঠনের দৃঢ় বিরোধিতা করে। 

আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ উদ্বেগ উপেক্ষা করে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া সদস্যপদ সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে, অনেক দেশ এতে গভীরভাবে উদ্বিগ্ন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)