ন্যাটো মহাসচিবের চীন সম্পর্কিত বক্তব্যের কোনো ভিত্তি নেই: মুখপাত্র
2024-04-26 21:37:52


এপ্রিল ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে জানান, ন্যাটোর মহাসচিব জিন্স স্টলটেনবার্গের চীন সম্পর্কিত বক্তব্যের কোনো ভিত্তি নেই। তার লক্ষ্য হচ্ছে চীনের উপর দায় চাপানো। 


চীনা মুখপাত্র বলেন, চীন সংকট সৃষ্টিকারী বা সংকটে জড়িত পক্ষ নয়। ইউক্রেন-রুশ শান্তি ও আলোচনা বাস্তবায়নে চীন কাজ করে আসছে। যুদ্ধ-জড়িতদের চীন অস্ত্র সরবরাহ করে নি। বেসামরিক ড্রোন রপ্তানিসহ নানা খাত চীন কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তবে, সংশ্লিষ্ট তথ্যে দেখা যায়, রাশিয়ার আমদানি করা অস্ত্রের অংশ এবং সামরিক ও বেসামরিক নানা পণ্যের ৬০ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে এসেছে। 


সংকটের বিষয়ে ন্যাটোর দায় রয়েছে। ন্যাটোর উচিত অন্য পক্ষের ওপর দায় চাপানো বন্ধ করা এবং সংকটের রাজনৈতিক সমাধানের জন্য কাজ করা।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)