‘ওভার ক্যাপাসিটি’র পশ্চিমা অভিযোগ পুরোপুরি ডবল স্ট্যান্ডার্ড: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
2024-04-26 21:43:35

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিরুদ্ধে ‘ওভার ক্যাপাসিটি’র পশ্চিমা অভিযোগকে ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি বলে অভিহিত করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং। বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। তিনি বলেন, কতিপয় পশ্চিমা দেশ ইদানিং চীনকে ‘ওভার ক্যাপাসিটি’ বা ‘অতিরিক্ত সক্ষমতার’ দায়ে অভিযুক্ত করেছে উল্লেখ করে মুখপাত্র বলেন, এটি যেমন বৈশ্বিক সবুজ পরিবর্তনকে বাধাগ্রস্থ  এবং জলবায়ু পরিবর্তনের সহযোগিতায় আস্থাকে ক্ষুণ্ণ করবে তেমনি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার জন্য উদ্যোগগুলোর ইচ্ছাকেও আঘাত করবে। 

তিনি বলেন, অর্থনৈতিক বিশ্বায়নের প্রেক্ষাপটে উৎপাদন ক্ষমতার বিষয়টি সম্পূর্ণভাবে পরীক্ষা করা উচিত, বিশ্বব্যাপী শ্রম বিভাজন এবং বৈশ্বিক বাজারের তথ্য বিবেচনা করে এবং একটি উদ্দেশ্যমূলক, ন্যায্য এবং বৈজ্ঞানিক অবস্থান মেনে চলা উচিত।

তিনি বলেন, বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে, নতুন জ্বালানি শিল্পে কোনও অতিরিক্ত সক্ষমতা নেই, তবে উত্পাদন ক্ষমতার ঘাটতি রয়েছে। 

তিনি বলেন, চীনের নতুন শক্তি শিল্প সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ-মানের উৎপাদন ক্ষমতা প্রদান করে চলেছে, যা বিশ্বব্যাপী সবুজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 

তিনি কিছু দেশ ও অঞ্চলকে বৈশ্বিক নতুন জ্বালানি বাজারের চাহিদা এবং চীনের নতুন জ্বালানি শিল্পের বিকাশকে বস্তুনিষ্ঠভাবে, যুক্তিযুক্ত এবং ব্যাপকভাবে দেখার আহ্বান জানিয়েছেন এবং বৈশ্বিক সবুজ পরিবর্তনে চীনের নতুন জ্বালানি পণ্যের গুরুত্বপূর্ণ ভূমিকাকে যথাযথভাবে মূল্যায়ন করতে বলেছেন।

তিনি বলেন, ‘আমরা বাজারের নীতিগুলো মেনে চলার ভিত্তিতে সমস্ত পক্ষের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় জোরদার করতে ইচ্ছুক, এবং যৌথভাবে বৈশ্বিক সবুজ উন্নয়নকে উত্সাহিত করার জন্য পারস্পরিক সুবিধার জন্য শিল্প সহযোগিতার প্রচার করতে ইচ্ছুক’।

শান্তা/ফয়সল