যুক্তরাষ্ট্রের উচিত চীনকে দোষারোপ না করে রাজনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানের চেষ্টা করা
2024-04-26 18:44:40

এপ্রিল ২৬: যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেনকে একটি বৃহত্ আকারের সহযোগিতা দিচ্ছে, অন্যদিকে চীন ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক বিনিময়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। যা অত্যন্ত ভণ্ডামিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন। চীন ইউক্রেন সংকট তৈরি করেনি এবং কোনো পক্ষ নেয় নি। চীনকে দোষারোপ করলে সমস্যার সমাধান হবে না। যুক্তরাষ্ট্রের উচিত চীনকে দোষারোপ না করে রাজনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানে প্রকৃত চেষ্টা করা। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)