চীন-মালয়েশিয়ার সহযোগিতা আরও গভীর হবে: ওয়াং ই
2024-04-26 22:05:13

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সঙ্গে আলোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত আলোচনায় ওয়াং বলেন, দুই দেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং চীন দৃঢ়ভাবে মালয়েশিয়াকে তার নিজস্ব উন্নয়নের পথ অনুসরণ করার বিষয়ে সহযোগিতা করছে চায়। এ ছাড়া মালয়েশিয়ার সঙ্গে উচ্চস্তরের বিনিময় জোরদার করতে, অভিন্ন উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে এবং পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করতেও প্রস্তুত চীন।

এই বছর চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উল্লেখ করে ওয়াং বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিতে যতই পরিবর্তন আসুক, চীন-মালয়েশিয়া একে অপরকে বিশ্বাস ও সাহায্য করবে।

মালয়েশিয়া আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং উদীয়মান অর্থনীতির প্রতিনিধি—এমনটা উল্লেখ করে ওয়াং বলেন, টানা ১৫ বছর ধরে চীন মালয়েশিয়ার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। দুই পক্ষের উচিত অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি, সবুজ উন্নয়ন এবং নতুন শক্তির যানবাহনের পরিপ্রেক্ষিতে সহযোগিতার গতি বাড়ানো।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা বলেন, মালয়েশিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং দক্ষিণ চীন সাগরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বহিরাগত শক্তির বিরোধিতা করে। তিনি আরও বলেন, চীনের সঙ্গে ডিজিটাল অর্থনীতি, কৃষি ও পর্যটনে সহযোগিতা গভীর করতেও ইচ্ছুক তার দেশ।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বিষয়ে চীনের অবস্থানের প্রশংসা করে দাতো সেরি বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সংকটের নিষ্পত্তির বিষয়টি মালয়েশিয়া দৃঢ়ভাবে সমর্থন করে। 

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি