গাজার 'মানবসৃষ্ট মানবিক বিপর্যয়' বন্ধের আহ্বান জানিয়েছে চীন
2024-04-25 21:12:31

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি, ফু ছোং সব ধরনের যৌন সহিংসতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে অবিলম্বে গাজা সংঘাত অবসানেরও আহ্বান জানান তিনি। 

সম্প্রতি ফু বলেন,  গাজার সংঘাত ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে, যেখানে দশহাজারের বেশি নারী নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি নারী ও কিশোরীরা অনাহারে ভুগছে। তিনি বলেন, এই মানবসৃষ্ট মানবিক বিপর্যয়ের অবসান হওয়া উচিত। ফু বলেন, ‘এখন অগ্রাধিকার হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৭২৮-এর পূর্ণ বাস্তবায়নের প্রচার করা, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা এবং বেসামরিকদের ক্ষতি করে এমন সব কাজ বন্ধ করা।’

নিরাপত্তা পরিষদে দ্বন্দ্ব-সম্পর্কিত যৌন সহিংসতার বিষয়ে সেক্রেটারি-জেনারেলের ১৫তম বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করার সময় ফু এই মন্তব্য করেন। 

শান্তা/ফয়সল