ইউরোপে চীনা প্রতিষ্ঠানের কার্যালয়ে আকস্মিক পরীক্ষায় চীনের উদ্বেগ
2024-04-25 13:33:43


এপ্রিল ২৫: ইউরোপকে অবিলম্বে তার ভুল আচরণের অবসান ঘটিয়ে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য প্রতিকার ব্যুরো।

তথাকথিত বিদেশি ভর্তুকি গ্রহণকে কারণ হিসেবে উল্লেখ করে গত মঙ্গলবার ইউরোপীয় কমিশন ইউরোপে চীনা প্রতিষ্ঠানের কার্যালয়ে আকস্মিক পরীক্ষা চালানোর প্রেক্ষাপটে বুধবার ব্যুরো একজন দায়িত্বশীল ব্যক্তি এ নিয়ে বলেন।

তিনি বলেন, চীন মনে করে, ইউরোপীয় কমিশন আগে অবগত না করে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সরঞ্জাম আটক করেছে, যথাযথ পদ্ধতি লঙ্ঘন করেছে, স্বাভাবিক বাজারের ন্যায়সঙ্গত প্রতিদ্বন্দ্বিতা শৃঙ্খলায় হস্তক্ষেপ করেছে এবং ইউরোপে সকল বিদেশি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার প্রত্যয়কে ক্ষতিগ্রস্ত করেছে। চীন এ ব্যাপারে কঠোর উদ্বেগ এবং এর তীব্র বিরোধিতা করে বলেও জানান তিনি। (প্রেমা/রহমান/রুবি)