অবিলম্বে গাজায় সমস্ত সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন
2024-04-25 21:18:28


এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক:  ইসরায়েলকে অবিলম্বে গাজা উপত্যকায় সমস্ত সামরিক অভিযান বন্ধ করার এবং রাফাহতে আক্রমণ চালানোর পরিকল্পনা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং। 

তিনি বলেন, “গাজা সংঘাত শুরু হওয়ার ২০০ দিন অতিক্রান্ত হয়েছে। এই সংঘাত দীর্ঘায়িত করার কোন যৌক্তিকতা নেই, এবং বেসামরিক হত্যার জন্য কোন অজুহাত নেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দুর্যোগ প্রশমিত করতে, জীবন বাঁচাতে এবং সংঘাতের অবসানের জন্য সমস্ত প্রচেষ্টা একত্র করতে হবে।”

কেং বলেন"সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েলের ঘন ঘন বোমা হামলার বিষয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলকে অবিলম্বে গাজার বিরুদ্ধে সমস্ত সামরিক অভিযান বন্ধ করার এবং রাফাতে তার আক্রমণাত্মক পরিকল্পনা পরিত্যাগ করার আহ্বান জানায় চীন।

তিনি বলেন, একটি যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়ন নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদকে সমর্থন করে চীন।

কেং জোর দিয়ে বলেন, গাজায় মানবিক বিপর্যয়ের ক্রমাগত অবনতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। গেং উল্লেখ করেন যে নিরাপত্তা পরিষদের তিনটি রেজুলেশন এবং অস্থায়ী ব্যবস্থার বিষয়ে দুটি আন্তর্জাতিক বিচার আদালতের আদেশগুলো স্পষ্টভাবে বৃহত্তর মানবিক সহায়তা প্রবেশের জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু সেগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি এবং মানবিক সহায়তা বিভিন্ন মানবসৃষ্ট বিধিনিষেধের সম্মুখীন হতে চলেছে।

কেং বলেন, চীন আবারও নিরাপত্তা পরিষদকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

শান্তা/ফয়সল