তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে ও সমস্যা তৈরি করছে: মুখপাত্র
2024-04-25 20:54:33


এপ্রিল ২৫: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে ও সমস্যা তৈরি করছে। 


তিনি বলেন, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং মার্কিন-তাইওয়ান সরকারি বিনিময় ও সামরিক যোগাযোগগুলো বাতিল করতে হবে।   


‘অকাস চুক্তি’ বা মার্কিন-ব্রিটেন-অস্ট্রেলিয়া জোট সম্পর্কে তিনি বলেন, সামরিক সহযোগিতার মাধ্যমে তাইওয়ানে হস্তক্ষেপ করার সব অপচেষ্টা হচ্ছে চীনের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ, যা ‘একচীন-নীতি’ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং তাইওয়ান প্রণালীর দুপারের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে।


তিনি জোর দিয়ে বলেন, গণমুক্তি ফৌজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার পবিত্র দায়িত্ব পালন করে ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের’ সব কার্যক্রম ও বাইরের শক্তি দৃঢ়ভাবে প্রতিরোধ করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)