বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন কালচারাল কাউন্সিলর লি শাওফেং
2024-04-25 21:48:44

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত জাতিসংঘ চীনা ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। 

চাইনিজ ক্যালিগ্রাফ সংস্কৃতি কেন্দ্র প্রতিপাদ্যে উদযাপিত হয়েছে জাতিসংঘের চীনা ভাষা দিবস। বাংলাদেশের চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট ও আধুনিক ভাষা ইন্সটিটিউট। 

অনুষ্ঠানে কালচারাল কাউন্সিলর লি শাওফেং জানান, “আজকের এই আয়োজনে চীনের ক্যালিগ্রাফি, গান, পেইন্টিং,কবিতা নিয়ে কথা বলতে এখানে সবাই একত্রিত হয়েছে। চীনা ভাষা ও সংস্কৃতির নান্দনিকতা তুলে ধরতে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের মানুষকে চীনা ভাষা শিখতে আহ্বান জানাই। পাশাপাশি এ দেশের তরুণ গবেষকদের চীনে আসার আমন্ত্রণ জানাই, যাতে করে দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে দূত হিসেবে তারা কাজ করতে পারে। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সায়েদুর রহমান জানান, ভাষাগত সীমানা অতিক্রম করে ২০১০সালে জাতিসংঘের পাবলিক ইনফরমেশন বিভাগ প্রথম এই দিবসটি উদযাপন করে, যার লক্ষ্য হল বহুভাষিকতা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বিনিময় বাড়ানো। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক  ইয়াং হুই বলেন, আমাদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক শ্রদ্ধা যা আজ অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমাদের জাতির মধ্যে বন্ধুত্ব অব্যাহত থাকুক’। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিউটের চীনা ভাষা শিক্ষক এবং শান্ত-মরিয়াম-হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের চীনা ভাষার শিক্ষক মাশার্ল আর্ট শৈলী পরিবেশন করেন।

এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষক দ্যা গেইম অফ হ্যাপি চাইনিজ শিরোনামে চীনা ভাষার ক্লাস নেন। পাশাপাশি আধুনিক ভাষা ইন্সটিটিউটের শিক্ষার্থী ও কনফুসিয়াস ইন্সটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তি করেন। 

নাহার/শান্তা