দারিদ্র্য দূরীকরণে সমন্বিত অর্জনের উপর জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং
2024-04-25 21:06:38

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বুধবার দারিদ্র্য বিমোচন কর্মসূচি কার্যকরীভাবে একীভূত ও প্রসারিত করার জন্য গুরুত্ব আরোপ করেছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি দক্ষিণ-পশ্চিম চীনের কুইচোও প্রদেশে সফরকালে এই মন্তব্য করেন।

সফরের সময় লি খাইলি শহরের একটি স্থানীয় আবাসিক কমিউনিটি, মাচিয়াং কাউন্টির একটি শিল্প প্রদর্শনী পার্ক এবং থাইচিয়াং কাউন্টির একটি বৃত্তিমূলক স্কুল পরিদর্শন করেন। তিনি দারিদ্র্যের দিকে বড় আকারে প্রত্যাবর্তন রোধ করার জন্য ক্রমাগত সরকারি সহায়তার আহ্বান জানান।

লি  গ্রামীণ এলাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন চালিকাশক্তির বিকাশে মনোযোগ দিতে বলেন। সেইসঙ্গে তিনি বাজারের চাহিদা মেটাতে দক্ষ শ্রমিকের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। 

প্রধানমন্ত্রী কুইচোওর অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি নিশ্চিত করেছেন এবং প্রদেশকে দেশের পশ্চিম অঞ্চলের উন্নয়নে আরও বেশি অবদান রাখার আহ্বান জানিয়েছেন।

শান্তা/রহমান