"চায়না ইমেজ সিজন" সার্বিয়া স্ক্রিনিং ইভেন্ট চালু
2024-04-25 19:23:59

এপ্রিল ২৫: চায়না মিডিয়া গ্রুপ এবং সার্বিয়ান ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশনের যৌথভাবে আয়োজিত "চায়না ইমেজ সিজন" সার্বিয়ান স্ক্রিনিং ইভেন্ট আজ (বৃহস্পতিবার) বেলগ্রেডে চালু করা হয়েছে। সিএমজি’র তৈরি এক ডজনেরও বেশি চলচ্চিত্র এবং টিভি শো সার্বিয়ান জাতীয় রেডিও ও টেলিভিশনে সম্প্রচার করা হবে। যা সার্বিয়ান দর্শকদের কাছে নতুন যুগে চীনের জোরালো প্রাণশক্তি দেখাবে, চীন-সার্বিয়া বন্ধুত্বের দুর্দান্ত গল্পগুলো বলবে এবং দুই দেশের সভ্যতার পারস্পরিক শিক্ষা, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা এবং উভয়ের-জয় উন্নয়নের বার্তা দেবে।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং, সার্বিয়ার প্রাক্তন সংস্কৃতি মন্ত্রী ভুকো স্যাভলজেভিক এবং সার্বিয়ায় চীনের রাষ্ট্রদূত লি মিং এতে ভিডিও বক্তৃতা দেন।

শেন হাই সিয়োং তার ভিডিও বক্তৃতায় বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং সার্বিয়াকে চীনের ‘লৌহ বন্ধু’ বলেছেন। সার্বিয়ায় চীনা ভাষা ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠছে, যার ফলে সার্বিয়ানরা চীনের চমত্কার ফিল্ম এবং টেলিভিশনের কাজগুলি বোঝে ও ভালোবাসে। সিএমজি সার্বিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে নতুন যুগে দু’দেশের মৈত্রী আরও গভীর হয়।

ভুকো স্যাভলজেভিক বলেন, এই স্ক্রিনিং ইভেন্টটি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ অংশ। তিনি বিশ্বাস করেন যে, সিএমজি’র নির্বাচিত এসব চলচ্চিত্র ও টেলিভিশনের কাজগুলি সার্বিয়ান দর্শকরা দারুণ পছন্দ করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সমৃদ্ধ হবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)