মহাকাশে জেব্রাফিশ নিয়ে যাচ্ছে শেনচৌ-১৮
2024-04-25 21:20:52

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মনুষ্যবাহী মহাকাশযান শেনচৌ-১৮ উৎক্ষেপণ করা হবে বেইজিং সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫৯ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫৯ মিনিট)। এ অভিযানে চীনা নভোচারীরা গবেষণার উদ্দেশ্যে তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন জেব্রাফিশ। 

উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা দেওয়ার কথা রয়েছে শেনচৌ-১৮ স্পেসশিপের। চীনের ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) বুধবার এ ঘোষণা দিয়েছে। 

কক্ষপথে আকুয়াকালচার তথা মাছের বংশবৃদ্ধি ও এ সংক্রান্ত নানা গবেষণা করতেই নভোচারীদের সঙ্গে যাবে জেব্রাফিশ।

চীনা বিজ্ঞানীরা মহাকাশে প্রাণবিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষার জন্য জেব্রাফিশ বেছে নিয়েছেন কারণ মাছটি তার জিনগত বৈশিষ্ট্যের কারণে গবেষণায় সবচেয়ে বেশি ব্যবহৃত মডেল প্রাণীগুলোর একটি। মাছটির নানা অঙ্গ দ্রুত পুনরায় তৈরি হয় এবং এর ভ্রূণের বিকাশও দ্রুত ঘটে।

এ ছাড়া, জেব্রাফিশের টিস্যু, অঙ্গ এবং পরিপাকতন্ত্রের গঠন মানুষের মতো। এর ডিমগুলো স্বচ্ছ হওয়ায় এ মাছের ভ্রূণের বিকাশ সরাসরি পর্যবেক্ষণ করা যায়। 

মহাকাশে জেব্রাফিশ নিয়ে গবেষণায় চীনা গবেষকরা মাছের বৃদ্ধিতে মাইক্রোগ্র্যাভিটির প্রভাব জানতে পারবেন এবং মহাকাশে মেরুদণ্ডী প্রাণীদের বেড়ে ওঠা সংক্রান্ত গবেষণাও করতে পারবেন বলে আশা করছেন।

চীনা মহাকাশচারী ইয়ে কুয়াংফু, লি ছোং, এবং লি কুয়াংসু থাকবেন এই স্টেশনে। নেতৃত্বে থাকছেন ইয়ে কুয়াংফু, যিনি এর আগে শেনচৌ-১৩ মিশনেও অংশ নিয়েছিলেন। এ তিন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে থাকবেন ছয় মাস। অক্টোবরের শেষের দিকে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেংয়ে অবতরণ করবেন তারা।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি