বেইজিংয়ে শুরু হলো চোংকুয়ানছুন ফোরাম, তাকলাগানো প্রযুক্তির প্রদর্শনী
2024-04-25 21:09:24

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে চোংকুয়ানছুন ফোরাম ২০১৪। এই ফোরামে অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রাণ বিজ্ঞান(লাইফ সায়েন্স), জীবনযাপনের নতুন পণ্য এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা এবং প্রদর্শনী হবে এই ফোরামে। পাঁচদিনের ফোরাম শেষ হবে সোমবার। 

বেইজিংয়ের চোংকুয়ানছুন এলাকায় চোংকুয়ানছুন ইন্টারন্যাশনাল ইনোভেশন সেন্টারে এই ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। এবারের ফোরামের প্রতিপাদ্য ‘উদ্ভাবন: আরও ভালো বিশ্ব নির্মাণ’ (ইনোভেশন: বিল্ডিং এ বেটার ওয়ার্ল্ড)।

শান্তা/ফয়সল