‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন করলে নিজের গায়ে আগুন লাগবে: চীনা মুখপাত্র
2024-04-25 20:55:16


এপ্রিল ২৫: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে জানান, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদ’ এতদাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিপরীত। বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করলে নিজের গায়ে আগুন লাগবে। 


সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি সহায়তা বিল পাস করেছে। এতে তাইওয়ানসহ ‘ইন্দো-প্রশান্ত অঞ্চলের’ অংশীদারদের প্রায় ৮০০ কোটি ডলার সহায়তা দেওয়ার কথা বলা হয়। এ সম্পর্কে মুখপাত্র বলেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান, তাইওয়ান বিষয়টি চীনের সবচেয়ে মৌলিক স্বার্থ, যা চীন-মার্কিন সম্পর্কের একটি অনতিক্রম্য সীমা। এতে বাইরের যে কোনো হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। 


তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র সরবরাহসহ নানাভাবে ‘এক চীন-নীতি’ নষ্ট করছে এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ ভুল সংকেত দিয়েছে। এতে তাইওয়ান প্রণালীর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং গুরুতরভাবে এতদাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়েছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)