যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপিন্সের যৌথ ঘোষণা বাস্তবতা উপেক্ষা করেছে: মুখপাত্র
2024-04-25 20:56:46

এপ্রিল ২৫: আজ (বৃহস্পতিবার) বিকালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান বেইজিংয়ে জানান, যুক্তরাষ্ট্র-জাপান-ফিলিপিন্সের যৌথ ঘোষণা বাস্তবতা উপেক্ষা করেছে। 


তিনি জানান, এ ঘোষণা ভিত্তিহীনভাবে চীনের বিরুদ্ধে অভিযোগ করেছে। এতে তীব্র অসন্তুষ্ট ও দৃঢ় বিরোধিতা জানায় চীন। 


দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলো ও আশেপাশের সাগর অঞ্চলে চীনের নিরঙ্কুশ সার্বভৌমত্ব রয়েছে। এর ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। 


প্রাচীনকাল থেকে তিয়াও ইয়ু দ্বীপ ও তার সংশ্লিষ্ট দ্বীপগুলো হচ্ছে চীনের ভূখণ্ড। চীনারাই প্রথম তা আবিষ্কার করেছে, নাম দিয়েছে ও উন্নত করেছে। জাপান তিয়াও ইয়ু দ্বীপের সার্বভৌমত্বের বিষয়ে নিজ স্বার্থ হাসিলে অপচেষ্টা চালাতে চায়, যা সফল হবে না। 


তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর-বিষয়ক মামলার রায় একদম বাজে। তথাকথিত রায়ের ফলাফল সম্পূর্ণ অকার্যকর ও অবৈধ। চীন তা গ্রহণ করে না, স্বীকারও করে না। 


তিনি আরও বলেন, তাইওয়ান বিষয়ে বাইরের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপিন্স সরকারকে নিজ প্রতিশ্রুতি মনে চলার দাবি জানায় চীন। 


তিনি জোর দিয়ে বলেন, গণমুক্তি ফৌজ আগের মত দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও সাগরের স্বার্থ রক্ষা করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)