ওয়াং ই-সিজার্টোর বৈঠক অনুষ্ঠিত
2024-04-25 13:34:17


এপ্রিল ২৫: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) বেইজিংয়ে হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রী সিজার্টোর পিটারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

ওয়াং ই বলেন, চলতি বছর চীন ও হাঙ্গেরির মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশের সম্পর্কে নতুন সুযোগ আসছে। নানা হস্তক্ষেপ ও চাপ উপেক্ষা করে হাঙ্গেরি দৃঢ়ভাবে চীনের সঙ্গে সহযোগিতা গভীরতর করায় চীন তার প্রশংসা করে।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি ইইউ’র পালাক্রমিক চেয়ারম্যান দেশ হবে – সে কথা উল্লেখ করে তিনি বলেন, চেয়ারম্যান দেশ হিসাবে হাঙ্গেরি যুক্তিসঙ্গত ও বন্ধুত্বপূর্ণভাবে চীনের উন্নয়ন খতিয়ে দেখে, আরও ইতিবাচক ও বাস্তব চীন-সম্পর্কিত নীতি অনুসরণ করবে এবং চীন-ইউরোপ সম্পর্কের ধারাবাহিক, স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন বেগবান করবে বলে প্রত্যাশা করে চীন।

সিজার্টোর বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা গভীরতর করে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নকে শক্তিশালী করতে চায় হাঙ্গেরি। (প্রেমা/রহমান/রুবি)