চীনা, হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের ঘনিষ্ঠ আলোচনা
2024-04-25 21:26:00

এপ্রিল ২৫, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিংয়ে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজারতোর সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় আলোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার তারা এ আলোচনা করেন। 


চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং বলেছেন, চীন-হাঙ্গেরি সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে, বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় আদান-প্রদান ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের একটি শক্তিশালী গতি উপভোগ করছে।


এই বছর দুদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী এবং দুদেশই নতুন কিছু সুযোগের মুখোমুখি হয়েছে। নানা ধরনের চাপ সত্ত্বেও চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার জন্য হাঙ্গেরির দৃঢ়তার প্রশংসা করে ওয়াং বলেন, চীন ও হাঙ্গেরির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা শুধু যে দুই দেশের জনগণের উপকার করছে তা নয়, বরং এটি দৃঢ়ভাবে প্রমাণ করে যে, চীন ইউরোপের  জন্য কোনো চ্যালেঞ্জ নয়, বরং এটি একটি সুযোগের নাম। 


এই বছরের দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবে উল্লেখ করে ওয়াং বলেন, আশা করা যায় হাঙ্গেরি চীনের উন্নয়নের বিষয়ে ইইউ-এর যুক্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিরই প্রচার করবে এবং সক্রিয় ও বাস্তববাদী নীতি অনুসরণ করবে। 


সিজারতো বলেন, হাঙ্গেরি বিচ্ছিন্নতাবাদের বিরোধী। তিনি আরও বলেন, চীনকে হুমকি হিসেবে দেখা হলে মূলত সুযোগই হাতছাড়া হবে। তার মতে, চীনকে অংশীদার বিবেচনা করাটাই সঠিক সিদ্ধান্ত।


তিনি আরও বলেন, হাঙ্গেরি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কাঠামোর অধীনে মূল প্রকল্পগুলির নির্মাণকাজ ত্বরান্বিত করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে হাঙ্গেরি ও চীনের পারস্পরিক সহযোগিতাও গভীর করতে ইচ্ছুক।


ফয়সল/শান্তা