শেনচৌ-১৮ মহাকাশযানের উৎক্ষেপণ সুষ্ঠু হয়েছে
2024-04-25 22:47:11

এপ্রিল ২৫: চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় থেকে জানা গেছে, বেইজিং সময় আজ (বৃহস্পতিবার) রাত ৮টা ৫৯ মিনিটে, চীনের শেনচৌ-১৮ মানববাহী মহাকাশযান দেশের চিউ ছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয়েছে। দশ মিনিট পর মহাকাশযানটি সফলভাবে পরিবহন রকেট থেকে আলাদা হয়ে যায় এবং পূর্বনির্ধারিত কক্ষপথে স্থান করে নেয়। মহাকাশচারীরা ভাল অবস্থায় আছেন এবং উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছে।

 

জানা গেছে, মহাকাশযানটি কক্ষপথে প্রবেশ করার পর,  পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্পেস স্টেশন কমপ্লেক্সের সাথে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত ডকিং বা সংযুক্ত হবে। শেনচৌ-১৮ এর মহাকাশচারীরা শেনচৌ-১৭-এর মহাকাশচারীদের সঙ্গে কক্ষপথে ডিউটি পরিবর্তন  করবেন। স্পেস স্টেশনে কাজ করার এবং থাকার সময়, শেনচৌ-১৮এর ক্রুরা একাধিকবার স্পেসওয়াক করবেন এবং মৌলিক মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা, স্পেস ম্যাটেরিয়াল সায়েন্স, স্পেস লাইফ সায়েন্স, এরোস্পেস মেডিসিন এবং এরোস্পেস প্রযুক্তি খাতে ব্যবহারিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োগ করবে। স্পেস স্টেশনের ধ্বংসাবশেষ সুরক্ষা এবং শক্তিবৃদ্ধি ডিভাইস স্থাপনের মতো বিভিন্ন কাজ সম্পন্ন করবেন। পাশাপাশি তাঁরা অতিরিক্ত যানবাহন লোড করবেন এবং বহির্মুখী প্ল্যাটফর্মে বিভিন্ন সরঞ্জাম স্থাপন ও রিসাইকেল করবেন।

 

এবারের মিশন হল চীনের মানববাহী মহাকাশ প্রকল্প স্পেস স্টেশনের উন্নয়ন পর্যায় শুরুর পর তৃতীয় মানববাহী মহাকাশ মিশন। যা প্রকল্পের ৩২তম উৎক্ষেপণ।

(শুয়েই/তৌহিদ)