রাশিয়ায় নিরাপত্তা বিষয়ক প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্মেলনে চীনের কেন্দ্রীয় রাজনৈতিক ও আইন কমিটির সম্পাদকের যোগদান
2024-04-25 13:29:41


এপ্রিল ২৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় রাজনৈতিক ও আইন কমিটির সম্পাদক ছেন ওয়েন ছিং গতকাল (বুধবার) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের ১২তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন এবং ভাষণ দেন।

ভাষণে তিনি বলেন, এক শতাব্দীর অধিক সময়ের দ্রুত বিবর্তনের মধ্যে বিশ্ব বহু-মেরুকরণের দিকে এগিয়ে চলছে এবং সাইবারস্পেসের ব্যাপক প্রয়োগে বিভিন্ন দেশের উন্নয়নের জন্য প্রেরণা ও সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি নতুন নিরাপত্তা ঝুঁকি এবং চ্যালেঞ্জও নিয়ে এসেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং-প্রস্তাবিত বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ হলো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করার জন্য "চীনা প্রস্তাব"। তাঁর প্রস্তাবিত সাইবারস্পেসে অভিন্ন স্বার্থের সমাজ প্রতিষ্ঠা সাইবারস্পেসে ভবিষ্যত্মূখী ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক স্বীকৃতি পেয়েছে।

(রুবি/রহমান/প্রেমা)