তিনজন বিশিষ্ট ভারতীয় সন্ন্যাসী খুনমিংয়ের ইউয়ানথং বৌদ্ধমন্দির পরিদর্শন করেছেন
2024-04-25 16:41:25

এপ্রিল ২৫: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউননান প্রদেশের বৌদ্ধ সমিতির আমন্ত্রণে কলকাতায় চীনা কনস্যুলেট জেনারেল-এর সাহায্যে তিনজন ভারতীয় বৌদ্ধভিক্ষু ড. শ্রমন অরুণজ্যোত, ড. বুদ্ধশ্রী ফারা এবং ভিক্ষু জিনা প্রিয়া ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ইউননান প্রদেশে পরিদর্শন করছেন।

ভারতীয় বৌদ্ধ প্রতিনিধি দলটি আজ (বৃহস্পতিবার) সকালে খুনমিংয়ের ইউয়ানথং মন্দির পরিদর্শন করেন, ইউননান বৌদ্ধ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি-জেনারেল খাং নানশান, ইউননান বৌদ্ধ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও ইউয়ানথং মন্দিরের মঠকর্তা শি ছুনফা এবং ইউয়ানথং মন্দিরের প্রধান ভিক্ষুরা এই মতবিনিময়ে অংশ নেন। উভয় পক্ষের সন্ন্যাসীরা চীন ও ভারতের মধ্যে বৌদ্ধধর্মের বিনিময় নিয়ে গভীর আলোচনা করেন।

(জিনিয়া/তৌহিদ/স্বর্ণা)