চীন-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ দুই বাহিনী সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাৎপর্যপূর্ণ: মুখপাত্র
2024-04-25 20:52:24


এপ্রিল ২৫: আজ (বৃহস্পতিবার) বিকালে বেইজিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ দুই সশস্ত্রবাহিনীর সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাৎপর্যপূর্ণ। 


তিনি বলেন, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় চীন-মার্কিন প্রতিরক্ষামন্ত্রীদ্বয়ের মধ্যে ফোনালাপ আয়োজন করা হয়। এতে দু’পক্ষ দু’দেশ ও দুই সশস্ত্রবাহিনীর সম্পর্ক, তাইওয়ান বিষয়, দক্ষিণ চায়না সাগরসহ একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে আন্তরিক ও গভীর মতবিনিময় করেন এবং ইতিবাচক ও বাস্তব সাফল্য অর্জন করেন। এবারের ফোনালাপ হচ্ছে সামরিক খাতে দু’দেশের নেতৃবৃন্দের মতৈক্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দুই সশস্ত্রবাহিনীর স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। 


তিনি বলেন, গত বছর থেকে দুই সশস্ত্রবাহিনী সুষ্ঠুভাবে ধারাবাহিক সহযোগিতামূলক ও বিনিময় কার্যক্রম চালিয়েছে। যা দুই বাহিনীর সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। আশা করা যায়, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একযোগে দুই সশস্ত্রবাহিনীর সম্পর্ক আরও উন্নয়নে কাজ করবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)