‘চীন চায় আজারবাইজান-আর্মেনিয়া সম্পর্ক স্বাভাবিক হোক’
2024-04-24 21:35:10

এপ্রিল ২৪: চীন চায় আজারবাইজান-আর্মেনিয়া সম্পর্ক আবার স্বাভাবিক হোক। তাই, সম্প্রতি দু’দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় অর্জিত অগ্রগতিকে বেইজিং স্বাগত জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া উভয়ই চীনের বন্ধু, সহযোগী ও অংশীদার। দু’দেশ সংলাপ ও আলোচনার মাধ্যমে নিজেদের বিরোধ সমাধান করবে, এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য কাজ করে যাবে বলে চীনা আশা করে। (আকাশ/আলিম/ফেইফেই)