শেনচৌ-১৮ মহাকাশযান মিশনের প্রধান কাজ সম্পর্কে জানালো চীনের মহাকাশ সংস্থা
2024-04-24 21:53:51

এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হবে চীনের মানববাহী মহাকাশযান শেনচৌ-১৮। গুরুত্বপূর্ণ এ মিশনে যেসব কাজ করা হবে তা প্রকাশ করেছে চীনের ম্যানড স্পেস এজেন্সি বা মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)।

বুধবার এক সংবাদ সম্মেলনে সিএমএসএ’র উপ-পরিচালক লিন সিছিয়াং শেনচৌ-১৮ মিশনের প্রধান কাজ সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি বলেন, ‘মহাকাশ স্টেশনের ব্যবহার এবং বিকাশের লক্ষ্যে এটি তৃতীয় মানববাহী মহাকাশ মিশন এবং চীনের মানববাহী মহাকাশ কর্মসূচীর ৩২তম মিশন। এই মিশনের প্রধান উদ্দেশ্যগুলো হলো- শেনচৌ-১৭ ক্রুদের স্থলে তাদের দায়িত্ব গ্রহণ, মহাকাশ স্টেশনে প্রায় ছয় মাস অবস্থান করা, মহাকাশে বিভিন্ন গবেষণা পরিচালনা করা, মহাকাশচারীদের   কার্গোর ভিতরে ও বাইরে পরীক্ষা করা, মহাকাশ স্টেশনে মহাকাশ আবর্জনা সুরক্ষা সরঞ্জাম স্থাপন করা, মহাকাশচারীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন, বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা এবং মহাকাশ স্টেশনের পেলোড পরীক্ষা পরিচালনা করা।’

এদিকে সিএমএসএ জানিয়েছে, ইয়ে কুয়াংফুর নেতৃত্বে লি ছং এবং লি কুয়াংসু শেনচৌ-১৮ মহাকাশযানটি পরিচালনার দায়িত্বে থাকবেন।

একটি লং মার্চ-২এফ ওয়াই১৮ ক্যারিয়ার রকেট শেনচৌ-১৮ মহাকাশযানটি মহাকাশে নিয়ে যাবে। সেখানে শেনচৌ-১৭ এর মহাকাশচারীরা তাদের অভ্যর্থনা জানাবেন।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি