‘ওভার ক্যাপাসিটি তত্ত্ব’ পশ্চিমাদের সংরক্ষণবাদের অজুহাত: চীনা মুখপাত্র
2024-04-24 19:26:41

এপ্রিল ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সম্প্রতি কিছু পশ্চিমা দেশ চীনের বিরুদ্ধে তথাকথিত ‘ওভার ক্যাপাসিটি’-র অভিযোগ আনছে, যা ভিত্তিহীন ও পশ্চিমাদের সংরক্ষণবাদের জন্য একটি অজুহাত মাত্র। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

মুখপাত্র বলেন, বর্তমান বিশ্বে নতুন শক্তির অতিরিক্ত ক্ষমতা নয়, বরং এর গুরুতর ঘাটতিই সমস্যা। চীনের সবুজ প্রযুক্তি এবং সবুজ পণ্যের উন্নয়ন, বিশেষ করে নতুন জ্বালানি শিল্প, বিভিন্ন দেশের চাহিদা মেটাচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকট দূরীকরণে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, বিশ্বব্যাপী সবুজ ও নিম্ন কার্বন রূপান্তরে চীনের এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

মুখপাত্র আরও বলেন, চীনের নতুন শক্তি শিল্পকে ‘ওভার ক্যাপাসিটি’ লেবেল দেওয়া সংরক্ষণবাদের বহিঃপ্রকাশ। আশা করা যায় যে, সংশ্লিষ্ট দেশগুলো মুক্ত মনের পরিচয় দেবে, বাজার অর্থনীতির নীতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মবিধি আন্তরিকভাবে মেনে চলবে, এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য একটি ন্যায্য, স্বচ্ছ, উন্মুক্ত ও বৈষম্যহীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে। (জিনিয়া/আলিম/ফেই)