বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হবে চীনের শেনচৌ-১৮
2024-04-24 21:48:39

এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক: সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার  উত্তর-পশ্চিম চীনের চিউছুয়ানস্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে চীনের মানববাহী স্যাটেলাইট শেনচৌ-১৮। বুধবার চীনের ম্যানড স্পেস এজেন্সি বা মানববাহী মহাকাশ সংস্থা ( সিএমএসএ) এ তথ্য জানিয়েছে। 

সিএমএসএ জানায়, ইয়ে কুয়াংপুর নেতৃত্বে লি কং এবং লি কুয়াংসু শেনচৌ -১৮ মহাকাশযান অভিযান পরিচালনা করবেন। 

সংস্থাটি জানিয়েছে, শেনচৌ-১৮ চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ৩২তম ফ্লাইট মিশন। পাশাপাশি দেশটির মহাকাশ স্টেশনের প্রয়োগ ও উন্নয়ন পর্যায়ে তৃতীয় মানব চালিত মিশন।

উৎক্ষেপণের দিন রকেটের গতিপথে সহায়তা করার জন্য রিয়েল-টাইম ডেটা কমান্ড সেন্টারে প্রেরণ করা হবে। এরপর এইমিং রুমের পরিচালকরা উৎক্ষেপণের মাত্র ১৫ মিনিট আগে নির্ধারিত নিরাপদ স্থানে সরে যাবেন।

একটি লং মার্চ-২এফ ওয়াই১৮ ক্যারিয়ার রকেট শেনচৌ-১৮ মহাকাশযানটি মহাকাশে নিয়ে যাবে। সেখানে শেনচৌ-১৭ এর মহাকাশচারীরা তাদের অভ্যর্থনা জানাবেন।

এই মানববাহী মহাকাশযানের নভোচারীরা ছয়মাস কক্ষপথে অবস্থানের পর চলতি বছরের অক্টোবরের শেষের দিকে উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেংয়ে অবতরণ করবেন। 

নাহার/শান্তা 

তথ্য ও ছবি- সিনহুয়া