আগামী দশ বছরে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়বে
2024-04-24 14:09:13

এপ্রিল ২৪: আগামী দশ বছরে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ধারাবাহিকভাবে জোরালো হবে। ধারনা করা হচ্ছে, ২০২৪ সালে এ গাড়ি বিক্রির পরিমাণ ১ কোটি ৭০ লাখ হবে, যা বিশ্বে গাড়ির মোট বিক্রির পরিমাণের এক পঞ্চমাংশের বেশি। বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি বিশ্ব গাড়িশিল্প পুনর্গঠন করবে এবং স্পষ্টতই পরিবহন ক্ষেত্রে তেলের ব্যবহার কমাবে। গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) প্রকাশিত ‘২০২৪ সালে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি পরিস্থিতি বিশ্লেষণ’ নামে প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আইইএ’র মহাপরিচালক ফাতিহ বিরল বলেন, বিশ্বে বৈদ্যুতিক গাড়ির সংস্কারের প্রবণতা দুর্বল না হয়ে নতুন বৃদ্ধির পর্যায়ে এগুচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৩৫ শতাংশ বেড়ে প্রায় ১ কোটি ৪০ লাখ হয়েছে। এ ধারাবাহিকতায় চলতি বছরও এ খাতে শক্তিশালী বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈদ্যুতিক গাড়ির উত্পাদন ও বিক্রিতে চীন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে।

(প্রেমা/হাশিম/শুয়েই)