সর্বোচ্চ বহনক্ষমতা সম্পন্ন নতুন মালবাহী ট্রেন পরীক্ষা করলো চীন
2024-04-24 22:33:54

এপ্রিল ২৪, সিএমজি বাংলা ডেস্ক: সর্বোচ্চ বহনক্ষমতা সম্পন্ন নতুন একটি মালবাহী ট্রেন পরীক্ষা চালালো চীন। সম্প্রতি দেশটির শুচৌ-হুয়াংহুয়া রেলপথে এই পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়। এই ট্রেনটি সর্বোচ্চ ৩২ হাজার ৪০০ টন কার্যকারী ভার বহনে সক্ষম।

চারটি বৈদ্যুতিক লোকোমোটিভ দ্বারা চালিত এই মালবাহী ট্রেনটিতে ৩২৪টি ক্যারেজ রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪ হাজার ৮৮ মিটার।

দীর্ঘদিন থেকে শুচৌ-হুয়াংহুয়া রেলপথে নিয়মিতভাবে ২০ হাজার টন ভার বহনকারী ট্রেন চলাচল করছে। এ পথে ১ লাখেরও বেশি ট্রেন ট্রিপ পরিচালিত হয়েছে। এ সময়ে ১ দশমিক ১ বিলিয়ন টনেরও বেশি কয়লা পরিবহন করা হয়েছে। এ মালবাহী ট্রেনের চালু হলে চীনের পণ্য পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

শুভ/শান্তা